‘জিতলে ঠিক আছে, হারলে অনেক কিছু’

আগামীকাল নিদহাস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। আর সেই ম্যাচকে নিয়েই তৈরী হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনার। সেই ম্যাচের আগে ভারতের হয়ে সংবাদ সম্মেলনে আসেন উইকেট কিপার কার্তিক।

কার্তিক বলেন ,’ক্রিকেট জাতি হিসেবে আমাদের বাস্তবতাই এটা। দ্বিতীয় সারির দল হোক বা প্রথম সারির, বাংলাদেশের বিপক্ষে জিতলে বলা হয়, ‘ঠিক আছে, জেতারই কথা।’ কিন্তু হারলেই বলা হবে, ‘বাংলাদেশের কাছে হেরেছো? করেছো কি!’ আমি নিশ্চিত, এবারও এসব থাকবে।”

কার্তিক আরো বলেন ,’ওরা খুব বেশি বছর হয়নি টেস্ট ক্রিকেট খেলছে। এরপরও অনেক উন্নতি করেছে। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে খুব ভালো দল। হার না মানা মানসিকতার জন্য জন্য পরিচিত ওরা। ওরা চেষ্টায় কোনো কমতি রাখে না।”