জিৎ-দেব নয় কলকাতায় পারিশ্রমিকের শীর্ষে শাকিব

সম্প্রতি কলকাতার ইউটিউব ভিত্তিক একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন জয়দীপ। সেখানেই তিনি শাকিব প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দেন। জানান, ‘নবাব’ নির্মাণের সময় শাকিব ছাড়া মূল চরিত্রে আর কাউকে ভাবতে পারেননি।

বাংলাদেশের পর এখন ভারতেও জনপ্রিয় নায়ক শাকিব খান। পশ্চিমবঙ্গে শাকিবের জনপ্রিয়তা বাড়ছে। টালিউডের চলচ্চিত্র পরিচালক জয়দীপ মুখার্জি বলেন, ‘মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে স্টেজ শো করেছে শাকিব। ওখানে জিৎ, দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে।’ সম্প্রতি কলকাতার ওই ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জয়দীপ।

তিনি বলেন, “শাকিবের সাথে এ জার্নিটা আমি এনজয় করি। আই থিংক, শাকিবও এটা এনজয় করে। ‘শিকারি’র পর যে কেমেস্ট্রিটা তৈরি হয়েছে ডিরেক্টর-অ্যাক্টরের সে কেমেস্ট্রিটা কোথা্ও গিয়ে সুন্দর শেইপ নিয়েছে। সেখানে গিয়ে আমি শাকিবকে কিছু বললে সে তাড়াতাড়ি বুঝে।”

জয়দীপ মুখার্জির পরিচালনায় এখন ‘ভাইজান এলো রে’ছবির শুটিং করছেন শাকিব। কিছুদিন আগেই কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সুপারস্টার। এর আগে জয়দীপের পরিচালনায় ‘শিকারি’, ‘নবাব’ছবিতে অভিনয় করেছেন ঢালিউড কিং।

জয়দীপ বলেন, ‘প্রথম যখন কেউ পরিচালনার সুযোগ পান, তার পছন্দের সুযোগ কম থাকে। প্রযোজকের চাওয়াই বড় বিষয়। ‘শিকারি’র সময় শাকিবকে নিয়ে ছবি বানাতে বলা হয়। কিন্তু ওই সিনেমার পর ‘নবাব’-এর জন্য শাকিবের বাইরে কাউকে ভাবতে পারেননি। এমনকি কলকাতার কাউকে উপযুক্ত মনে হয়নি।’

কলকাতায় শাকিবের সাক্ষাৎকার তেমন দেখা যায় না কেন? তার কিছুটা উত্তরও পাওয়া গেলো জয়দীপের কথায়। তিনি বলেন, ‘কলকাতার মিডিয়ায় শাকিব ধরা দেন না। কারণ তার অবসর মেলে না সহজে। বাংলাদেশে বছরে তাকে ৫-৬টা ছবি করতে হয়। নইলে বাংলাদেশের ১০০টা হল চলে সারাবছর, বাকি ২৫০টা বন্ধ থাকবে।’

শাকিবকে বাংলাদেশের রজনীকান্ত বলেও মন্তব্য করেছেন এই পরিচালক। তিনি বলেন, ‘শাকিব হচ্ছেন বাংলাদেশের রজনীকান্ত। যার ছবি মুক্তি পেলে দর্শক হলমুখি হয়।’