জুন মাসে সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল

মে-জুনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনো খেলা নেই ভবিষ্যৎ সফর সূচিতে। টাইগারদের এই ফাঁকা সময়টাই কাজে লাগাতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এই সময় বাংলাদেশের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজে খেলতে আগ্রহী আফগানরা। তবে বাংলাদেশের মাটিতে নয় নিরপেক্ষ ভেন্যু ভারতে। বেশ কয়েক মাস ধরেই সিরিজটি নিয়ে আলোচনা হচ্ছিলো। সূত্র মতে সিরিজটি প্রায় চূড়ান্ত করে ফেলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

আফগানদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টিও স্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, জুনের প্রথম সপ্তাহেই দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে।

এদিকে আগামী ১৪ জুন টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখছে আফগানিস্তান ক্রিকেট দল। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম বারের মতো সাদা পোষাকে খেলতে নামবে তারা।

এই ঐতিহাসিক সিরিজের আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জুনের প্রথম সপ্তাহে তিন ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে।