জেনে নিন কিভাবে ভাঙ্গল বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কাঁচ

বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ টি স্বরনীয় হয়ে থাকবে বেশ কয়েকটি করনে। যে সংঘর্স মাঠে ব্যাটে বলে ঘটার কথা তা ঘটেছে মাঠের বাইরেও। টাইগার শিবিরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়, শেষ ওভারের উত্তেজনা, আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, অবিশ্বাস্য জয়, টিম টাইগারের বুনো জয়োৎসব, ম্যাচের পরে প্রতিপক্ষ দলের সাথে বিবাদে জড়িয়ে পড়া- এসব কিছুই ঘটেছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে।

কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। ম্যাচ শেশে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কাঁচ পাওয়া গেছে ভাঙা অবস্থায়। প্রতিশোধ পরায়ন শ্রীলঙ্কার সমর্থকরা এই ন্যাক্কার জনক কাজ ঘতিয়েছে বলে জানা গেছে।তবে ধারনা করা হচ্ছে জয়ের পর আনন্দ করতে গিয়েই ভেঙ্গে গেছে কাঁচের দরজাটি। এর জন্য দায়ী হতে পারে বাংলাদেশের কোনো খেলোয়াড়। তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভেতরের বাইরের সিসিটিভি ফুটেজ দেখে তার পর সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও এ জন্য ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলে জানানো জানা গ্রেছে।