জেনে নিন ‘নাগিন ড্যান্সের’ ইতিবৃত্ত

সেই ২০১২ সালের জুলায়ের কথা দক্ষিণ কোরিয়ার সঙ্গীত শিল্পী সাই শখের বসেই ইউটিউবে একটি গান প্রকাশ করেন। সে বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচে নেচে গেয়ে ছোট ফরম্যাটে বিশ্বসেরা হয় ওয়েস্ট ইন্ডিজ দল। ক্রিস গেইল-ড্যারেন ব্রাভোরা চার-ছক্কার পাশাপাশি ‘গ্যাংনাম স্টাইলে’ নেচে মাঠ মাতিয়েছিলেন সেবার।

অলরাউন্ডার ব্রাভো ডিজে ব্রাভো হিসাবে ২০১৬ সালের বিশ্বকাপে ‘চ্যাম্পিয়ন’ গানের মাধ্যমে দলকে চ্যাম্পিয়ন করেন।

২০১৬ সালে বিপিএল এ অপু প্রথম কোবরা নাচ দিয়ে উইকেট উৎযাপন করেন। সেই থেকে শুরু।

চলতি মাসে ভারত ও বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কায় বসেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। দেশটির স্বাধীনতার ৭০তম বার্ষিকী উপলক্ষে শ্রীলংকায় আয়োজিত নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পর মুস্ফিকুর রহিম এই নাগিন ড্যান্স দেন দলের জয়ের পর। যদিও ওই ম্যাচে দলকে জয় এনে দিয়ে গুনাথিলাকাকে জবাব দেন মুশফিকুর রহিম। জয়ের পর ক্রিজে থাকা অবস্থায় নাগিন স্টেপ দেন এই তারকা ব্যাটসম্যান।
গতকাল শুক্রবারে শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ের পর উদ্বেগ-উৎকণ্ঠার এই ম্যাচে ডান-হাতি মাহমুদুল্লাহর ছক্কা হাঁকানো পর মাঠ দখল করে নেয় টাইগার দল। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা এক সঙ্গে মেতে ওঠেন ওই নাগিন নাগিন স্টাইলে। আর তারপর  থেকে কলম্বো থেকে যার রেশ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।