টাইগারদের কোচ হওয়া নিয়ে এবার যা বললেন গ্যারি কারস্টেন!

হুটহাট করেই বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করেন শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংহে। আর তার চলে যাবার পর থেকে সে আসনে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ঘরের মাটিতে, শ্রীলঙ্কা সফরে প্রধান কোচ ছাড়াই লড়াই করেছে বাংলাদেশ দল।

তবে আজ মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে মিরপুর স্টেডিয়াম পাড়ায় হঠাৎ গুঞ্জন উঠে যে বাংলাদেশ দলের নতুন কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেন। এ প্রসঙ্গে বিসিবির অন্যতম কর্ণধার জালাল ইউনুস জানিয়েছেন, ‘গ্যারি কারস্টেনের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং হচ্ছে। তবে কোন কিছুই এখনো ফাইনাল হয়নি।’

অন্যদিকে এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, ‘তিনি (কারস্টেইন) আমাদের জানিয়েছেন, এসব বিষয়ে আইপিএলের পর কথা বলবেন।’

উল্লেখ্য, আইপিএলের এ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গ্যারি কারস্টেন। এছাড়াও এ দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি।