তামিমের মতে নিদহাস ট্রফিতে ফেভারিট দল যেটি

২০১৫ সালটা দারুন ছিলো বাংলাদেশ দলের জন্য। ২০১৬ সালটা বেশ খারাপ ছিলো না। কিন্তু ২০১৭ সালটাতেই ছন্দপতন শুরু হয় বাংলাদেশের। আর সেটা বছর শেষ পর্যায়ে আফ্রিকা সফরের সময়তে। তবে এই পর্যায়ে দলের জন্য হতাশার কোন কারন দেখছেন না তামিম।

এই ব্যাপারে তামিম বলেন ,’ ‘আমি বিশ্বাস করি, দলের সবাই বিশ্বাস করে যে এই জায়গা থেকে বের হয়ে আসতে আমরা মাত্র একটা ম্যাচ দূরে আছি। আমি মনে করি সবখানে আমরা প্যানিকড করা শুরু করি। একটা সিরিজ আমাদের মনের মত হয়নি। মনে হয় যেন সবাই আমরা প্যানিকড করছি। আমাদের প্যানিকড করা কমাতে হবে।’

তামিম আরো বলেন ,’‘ফেভারিট যদি বলতে হয় অবশ্যই টিম ইন্ডিয়া। তারা দারুণ ফর্মে আছে। এই ফরম্যাটেই এত ইন্টারেস্টিং খেলা যে একটা ম্যাচের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরোটা বদলে যেতে পারে।’