তামিম সাব্বিরে জয় পেল পেশওয়ার জালমি

পাকিস্তান সুপার লিগে আগের তিন ম্যাচে তামিম ইকবালের স্কোর ছিল ১১, ৩৯ ও ১১। তার ব্যাটে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় স্কোর করে জিতেছিল পেশাওয়ার জালমি। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে বৃহস্পতিবার আরেকটি ঝলমলে ইনিংস খেলে দলকে ৫ উইকেটে জেতালেন বাংলাদেশি ওপেনার। তাছাড়া বাংলাদেশের আরেক তারকা সাব্বির রহমান তিনটি ক্যাচ নেওয়ার পর ব্যাট হাতেও অবদান রেখেছেন।

শারজায় টস জিতে ফিল্ডিং নেয় পেশাওয়ার। উমাইদ আসিফ, ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি ২টি করে উইকেট নিয়ে কোয়েটাকে ৮ উইকেটে ১৪১ রানে বেধে দেন। পিএসএলে অভিষেকেই প্রথম উইকেটে ভূমিকা ছিল সাব্বিরের। তৃতীয় ওভারের পঞ্চম বলে সামিন গুলের শিকার হন আসাদ শফিক, মিড উইকেটে তার ক্যাচ ধরেন সাব্বির। তাছাড়া দ্বিতীয় সেরা স্কোরার রাইলি রোসোর (৩৭) ক্যাচ ধরেন তিনি লং অনে। একই জায়গায় মোহাম্মদ নওয়াজকে তালুবন্দী করে ফেরান সাব্বির।

মাহমুদউল্লাহ ছিলেন না তামিমদের বিপক্ষে একাদশে। কোয়েটার পক্ষে সবচেয়ে বেশি ৪৭ রান করেন শেন ওয়াটসন।