তারপরেও কোনো আক্ষেপ নেই মিরাজের!

২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এ সময় দলের হয়ে ৪-৫ এ ব্যাটিংয়ে নামতেন তিনি। তবে জাতীয় দলে এসে কখনো ৮ অথবা কখনো ৯-এ নামতে হয় তাকে। তবে তাতে আক্ষেপ নেই মিরাজের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে আমার চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান আছে। সামনে ওপরে ব্যাটিংয়ের সুযোগ আসবেই। ভবিষ্যতে আমরা যখন সিনিয়র হবো, তখন দায়িত্বও বেড়ে যাবে। টিম কম্বিনেশনের জন্য যে জায়গায় খেলতে হোক না কেন, আক্ষেপ নেই।’

সেই সঙ্গে আক্ষেপ না রেখেই এগিয়ে যেতে চান তিনি এবং ভবিষ্যতে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। বলেন, ‘অনেক সময় ১০ বা ১৫ রানও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফাইনালে ভারতের বিপক্ষে ১৯ রানের ইনিংসটা আমার মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। আশা করি, এই আত্মবিশ্বাস ধরে রেখে সামনের ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করতে পারবো।’

তিনি আরো বলেন, ‘একেকটা ফরম্যাট একেক রকম। টেস্টে অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ বোলিং করতে হয়। ওয়ানডেতে রান চেক দেওয়ার জন্য ভ্যারিয়েশন প্রয়োজন। টি-টোয়েন্টি আবার সম্পূর্ণ আলাদা। ব্যাটসম্যান সব সময় চার-ছক্কা মারার চেষ্টা করে, তাই ডট বল বেশি করতে হয়। একেক ফরম্যাটে একেক রকম সিদ্ধান্ত নিতে হয়। তবে আমাকে মানসিকভাবে আরও শক্ত হতে হবে, নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। আশা করি, সামনে সুফল পাবো।’