তারপরেও দারুণ সুসংবাদ পেলেন রুবেল!

শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি টাইগাররা স্বপ্নপূরণের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে তারা। শেষ বলে ছয় মেরে ভারতকে জয় এনে দেয় দিনেশ কার্তিক। যার ফলে পঞ্চমবারের মতো কোন বৈশ্বয়িক টুর্নামেন্টের কাছে গিয়েও ‘স্বপ্নভঙ্গ’ হল বাংলাদেশের।

যেখানে ২ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৪ রানের সেখানে ১৯তম একাই ২২ রান দিয়েছেন রুবেল। তবে ফাইনালের ম্যাচে এমনটি হলেই পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন রুবেল। আর তাইতো এবার এর পুরষ্কারও পেলেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চল্লিশ ধাপ এগিয়েছেন এই পেসার।

গতকাল রবিবার নিদাহাস ট্রফির ফাইনালের পরেই নতুন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে রুবেলের রেটিং পয়েন্ট ৪৬৫ এবং তার বর্তমান অবস্থান ৪২। আর এটিই হল টি-টোয়েন্টিতে রুবেলের ক্যারিয়ার সেরা অবস্থান। ত্রিদেশীয় এই সিরিজে ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নেন রুবেল।