‘তিনি বাংলাদেশের একজনের খেলাই সবচেয়ে বেশি দেখেন’

আগামী ৬ই মার্চ থেক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিদহাস ট্রফি। সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ই মার্চে। আর এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দলে এখন শ্রীলঙ্কায়।

আর শ্রীলঙ্কায় গিয়েই বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ দেন এক বেসরকারী গনমাধ্যমকে সাক্ষাতকার। সেইখানে তিনি শেয়ার করেন তার পিএসএলে খেলার অভিজ্ঞতা।

পিএসএলে মাহমুদুল্লাহ খেলেন উইন্ডিজ গ্রেট ডিভ রিচার্ডসের দলে। মাহমুদুল্লাহ জানান ডিভের সাথে তার অভিজ্ঞতার কথা। তার মতে, ‘ভিভ সত্যিই অসাধারণ। এমন একজন মহাতারকা, আমাদের মত ক্রিকেটারদের কাছে তিনি আরাধ্য একজন, কিন্তু তার কথায়, আচরণের একটুও তারকাসুলভ ব্যাপার নেই। দারুণ মিশুক ও প্রাণবন্ত। প্রাণশক্তিতে ভরপুর বলা যায়। সবচেয়ে বড় ব্যাপার, খুব আন্তরিকভাবে মিশেছেন আমাদের সঙ্গে। মনে হয় না মেকি। অনেক কথা বলেন, উৎসাহ দেন। গতবারও কিছুটা দেখেছিলাম, এবারও দেখেছি। আমি সত্যি বলতে মুগ্ধ।’

বাংলাদেশের খোঁজখবর সম্পর্কে রিয়াদ জানান, ‘বাংলাদেশের ক্রিকেটের কথা বেশ ভালোই জানেন। ভিভ অনেক কথা বলেছেন। বিশেষ করে তামিমের ব্যাটিংয়ের কথা বলেছেন যে ভালো লাগে। মুশফিক, সাকিব, মুস্তাফিজের কথা বলেছেন। পিএসএলে মুস্তাফিজকে দেখে ভালো লেগেছে। আমাদেরকে শুভকামনা জানিয়েছেন।’