ত্যাগ স্বীকারের কারণেই এবার দেড় মাসের জন্য মাঠের বাইরে তামিম!

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত ১ মার্চ পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে বাঁ হাঁটুতে চোট পান তামিম। যদিও এর আগে তার হাঁটুর উপর দিয়ে অনেক ধকলই গেছে। বছর তিনেক আগে চোট থেকে সেরে উঠতে অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়ংয়ের ছুরির নিচেও যেতে হয়েছে তামিমকে।

আর এই ইনজুরি থেকে সারিয়ে উঠতে তামিমের প্রয়োজন ছিল বিশ্রামের। কিন্তু তা আর করা হলনা। কারণ নিদাহাস ট্রফি খেলতে বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কায়। ঘরের মাটিতে এমন হার এবং সাকিবের ইনজুরি, এসবই যেন তাকে বিশ্রামের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বাধ্য করে। দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তিনি।আর বিশ্রাম না নেওয়ার ফলেই এবার মাঠের বাইরে রয়েছেন তামিম। এমনটিই বলেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘সমস্যা হয়েছে আঘাত পাওয়ার পরে বিশ্রাম পায় নি। ওকে খেলতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে (ফাইনালে)। পরিচর্যা সেভাবে হয়নি। তখন যদি আমরা ওকে বিশ্রাম দিতে পারতাম আরও আগে সুস্থ‍্য হতে পারতো। সেটা সম্ভব ছিল না। ফিজিওর সঙ্গে যোগাযোগ করেছি, তিনি বলেছেন কি করবো খেলাতে হবে। ব্যথার ওষুধ দিলে খেলতে পারবে না। সব মিলিয়ে খেলেছে। কিন্তু সেই পরিচর্যাটা হয়নি, ফলে আস্তে আস্তে ব্যথাটা বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘ছোট ছোট কয়েকটা আঘাত আছে। কোনোটাই তেমন বড় আঘাত নয় যে এই মুহুর্তে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আঘাতের মাত্রাটা কম সেহেতু আমাদের সিদ্ধান্ত হচ্ছে রক্ষণশী হয়ে এগোনো। আমরা যদি এরকম ৪-৬ সপ্তাহ করতে পারি তবে ও ব্যথামুক্ত হয়ে যাবে।’