থিসারা পেরেরার সঙ্গে কি হয়েছিল সেদিন? জানালেন সোহান!

শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। আর সেই ম্যাচে ঘটে গেল অনেক নাটক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারের ‘নো’ বল বিতর্কে জড়ায় দুই দল। আর তাতে নাম লেখান বাংলাদেশ দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা নুরুল হাসান সোহান। যিনি কিনা রিজার্ভ খেলোয়াড় হিসেবে পুরো নিদাহাস ট্রফি শেষ করে। সেই ম্যাচের শেষ ওভারে থিসারা পেরেরাকে শাসিয়েছিলেন তিনি।

তবে কেন এমনটি করেছেন তা জানিয়েছেন নিজেই। গতকাল ফাইনাল শেষ করে আজ ১৯ মার্চ সকাল সাড়ে ১১:৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ওই ঘটনার কারণ জানতে চাওয়া হয় সোহানের কাছে। তিনি বলেন, ‘মাঠে ঢুকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো লেগ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম প্রথম বলটা বাউন্সার দেওয়া হয়েছে কি না। তখন থিসারা এসে বলে তুমি কথা বলার কে, তুমি যাও, তোমার কথা বলা লাগবে না। আমি বলেছি তোমার সাথে আমি আমি কথা বলছি না। তখন ও আমাকে গালি দিয়েছে। আমি বলেছি, এটা তোমার দেখার বিষয় না।’

তবে এর শাস্তিও পেতে হয়েছে সোহানকে। ম্যাচ ফির ২৫ শতাংশ কাটার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট যোগ হল তার নামের পাশে। এতে অনুতপ্তও হয়েছেন সোহান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার হয়তোবা চুপ থাকা উচিত ছিল। হিট অব দ্য মোমেন্টে আমিও হয়তোবা কথার জবাব দিয়ে দিয়েছি। এটাই ঘটনা।’