‘দলকে বিশ্বকাপ জিতাতে চাই, তাই টেস্ট খেলছি না’

কলিন মুনরো নিউজিল্যান্ড দলের এক হার্ডহিটার ব্যাটস্ম্যানের নাম। টি-২০ কিংবা ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সফল তিনি। কিন্তু টেস্ট নামটা তার সাথে যায় না এবং তিনি টেস্ট খেলতে চান না। শুধু মাত্র একটি কারনেই।

এই ব্যাপারে মুনরো বলেন ,’ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিউজিল্যান্ড ও অকল্যান্ড এসেসের হয়ে খেলতে আমি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তাদের হয়ে আমি কিছু বড় লক্ষ্য অর্জন করতে চাই। তাছাড়া দলের হয়ে বড় কিছু অর্জন করতে চাই আমি। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে আমি আমার সেরাটা দিবো। আপাতত আমার লক্ষ্য এটাই। আশাকরি অনেকদূর এগিয়ে যাওয়ার জন্য এটাই আমার সেরা পছন্দ। এই সিদ্ধান্তটা আমি আমার নিজের জন্য নিতে চাই। তাছাড়া মনে হয় এই সিদ্ধান্ত আমার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।’

উল্লেখ্য যে, ইংল্যান্দের বিপক্ষে টেস্ট দলের প্রস্তুতি ম্যাচের জন্য রাখা হয়েছিলো মুনরোকে। কিন্তু মুনরোকে অনুরোধ করেছিলো তাকে দলে না রাখার জন্য। তাই মুনরোকে রাখা হয়নি টেস্ট দলে।