দারুন এক রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

 

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসির ফ্রিকিক নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। অনেকেই অনেক মহাতারকা গোলকিপারের নাম বলেছেন যারা হলেও এই বল থামাতে পারতনা বলেই অভিমত তাদের। তবে সেসব পাশ কাটিয়ে ক্যারিয়ারের ৬০০ তম গোলটি করার সাথে সাথে দারুন একটি রেকর্ডেও রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি।

শেষ তিন ম্যাচে টানা তিনটি ফ্রিকিক গোল করেছেন যা তার ক্যারিয়ারে এই প্রথম। তবে এই ফ্রিকিক গোলে মেসি পেছনে ফেলেছেন তার রাইভাল রোনালদোকে। মেসির লা লিগা ক্যারিয়ারে এটি ছিল ২৪তম ফ্রিকিক গোল। রোনালদোর গোল ২৩টি। চলতি মৌসুমে এটি মেসির ৬ষ্ঠ ফ্রিকিক গোল। ৬৩টি ফ্রিকিক নিয়ে ৬বার লক্ষ্যভেদ করেছেন বার্সা তারকা।

সব মিলিয়ে লা লিগায় মৌসুমে মেসির গোল ২৪টি। এজন্য তার প্রয়োজন হয়েছে ২৭টি ম্যাচ। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতায় মেসির গোল ৩২টি। এজন্য তিনি খেলেছেন ৪১টি ম্যাচ।