দুর্দান্ত সেঞ্চুরী আশরাফুলের, জাতীয় দলে ফেরার ইঙ্গিত!

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র। সাথে একই অবস্থা অগ্রনী ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়নের। তারা এখন লড়াই করছে রেলিগেশন এড়ানোর জন্য।

আর এই লড়াইয়ের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আশরাফুলের কলাবাগান ও সৌম্য-নাফিসদের অগ্রনী ব্যাংক। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরী করেন আশরাফুল।

প্রথম ৩৬ রানেই তিন উইকেট হারানো কলাগানকে এগিয়ে নিয়ে যান আশরাফুল। সাথে যোগ্য সঙ্গ দেন তাইবুর রহমান। দুজনে মিলে ১৬৩ রানের দুর্দান্ত জুটি গড়ে কলাবাগানকে খেলায় ফেরান। তবে ১১৭ বলে ৮২ রান করে তাইবুর আউট হলে ভাঙে এই জুটি।

তাইবুর না পারলেও ঠিকই সেঞ্চুরী তুলে নেন আশরাফুল। ১৩৭ বলে ১০৩ রানের দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। এই দুজনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে কলাবাগান ক্রীড়া চক্র।

কিছুদিন আগে নাজমুল হাসান পাপন আশরাফুলকে জাতীয় দলে ফিরতে কিছু শর্তের কথা বলেছিলেন। যার মধ্যে ছিল ইনিংস বড় করতে পারার শর্ত। আশরাফুল কি এখন সেদিকেই এগিয়ে যাচ্ছেন কিনা সেটা সময়ই বলে দিবে।

ম্যাচে বল হাতে ভালো করেন সৌম্য। ৭ ওভারে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সৌম্য।