দেশবাসীর প্রতি যে আহ্বান করলেন মাশরাফি!

ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো করলেও পরবর্তীতে তা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কার মাটিতে তাদের জন্য অপেক্ষা করছে বড় পরীক্ষার।

শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে আগামী ৮মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যেহেতু এটি টি-টোয়েন্টি সিরিজ তাই এ সিরিজ নিয়ে বেশি আশা নেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির। তবে তারা যেন ভেঙে না পড়ে , সে পরামর্শই দিলেন এই ওয়ানডে অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রত্যাশা তো আছে অবশ্যই ভালো কিছু। তবে, ভালো খেলতে হবে- এই চাপটা যেন আমরা খেলোয়াড়দের ওপর না দেই। আমি, আপনি, সমর্থক, মিডিয়া- সবাই যদি ভালো খেলার চাপ দেই, তাহলে সেই চাপে দল আরও গোলমেলে হয়ে যাবে। যেহেতু আমরা হারের মধ্যে রয়েছি। দলের খেলোয়াড়দের বোঝাতে হবে, না পারলে সমস্যা নেই। তবে, স্লোগান উঠুক ভালো খেলার সর্বোচ্চ চেষ্টাটা যেন থাকে।’

আর এই দুর্দিনে দেশবাসীকে ক্রিকেটারদের সাপোর্ট দিতে বললেন মাশরাফি। তিনি বলেন, ‘এই দুর্দিনে দলের পাশে সবাইকে থাকতে হবে। আমাদের সবাইকেই ক্রিকেটারদের নিয়ে, দল নিয়ে উদ্দীপনামূলক কথা-বার্তা বলা উচিৎ এবং সবারই ক্রিকেটারদের পাশে থাকা উচিৎ। সময়টা ভালো যাচ্ছে না। এখান থেকে ঘুরে দাঁড়াতে শুরুর দিকে একটি-দুটি জয় রাখতে পারে খুব বড় ভূমিকা।’