দেশে আইনের শাসনের অভাব রয়েছেঃ খন্দকার মাহবুব

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা বর্তমানে বন্দি আছে, আওয়ামী লীগ ভেবেছিল হয়ত খালেদা জিয়ার দণ্ড হলে বিএনপি নেতাকর্মীরা দিশেহাড়া হোয়ে পোরবে সারাদেশে বিশৃঙ্খলা করবে, ভাংচুর করবে। তখন জপ বুজে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও এর সঙ্গে যুক্ত হিয়ে ভাংচুর চালিয়ে বিএনপিকে কোণঠাসা করবে কিন্তু তা হয়নী। বিএনপি নেতা কর্মীরা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা অহিংস আন্দোলনে নেমে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। বিএনপিসহ ২০ দলীয় জোটের অন্যান্য যেসব নেতাকর্মী এতদিন রাজনীতিতে নিশ্চুপ ছিলেন, তারাও এখন খালেদা জিয়ার দণ্ডাদেশকে ঘিরে সক্রিয় হয়েছেন বলে এমন টাই মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাখন্দকার মাহবুব হোসেন। তিনি আরও বলেন দেশে আইনের শাসন থাকলে উচ্চ আদালতে খালেদা জিয়া খালাস পাবেন এটা নিশ্চিত ছিল।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাখন্দকার মাহবুব হোসেন আরও বলেন তিনি বেগম খালেদা জিয়ার এই দণ্ডাদেশ আগামী নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক হয়ে দেখা দেবে এবং সাথে তিনি এতাও যোগ করেন খালেদা জিয়াকে বাদ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ দেখি না। সরকার এর উদ্দেশ্যে তিনি বলে প্রতিহিংসা বাদ দিয়ে সমঝোতার ভিত্তিতে দেশে যেন সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে পদক্ষেপ নিন। তাহলে তা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে।