ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত, সর্বশেষ স্কোর

নিদাহাস ট্রফিতে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে স্বাগতিক দল। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর পরের ওভারেই সুরেশ রায়নার উইকেট। অর্থাৎ দুই ওভারে নেই দুই উইকেট।

রোহিত শর্মা ৪ বল খেলে কোন রান করতে না পারলেও ৩ বলে খেলে ১ করেন রায়না। শুরুতে দুই উইকেট নিয়ে তুঙ্গে স্বাগতিকরা। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত। এই প্রতিবেদন লেখার সময় দলটির স্কোর ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান। শিখর ধাওয়ান ৫৭ ও মনিশ পান্ডে ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় তার পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রোতিহ শর্মা আর তার সহকারী হিসেবে আছেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা ইনিংসের চতুর্থ বলেই শূন্য রানে ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। জীবন মেন্ডিস দারুণ এক ক্যাচ নেন।

নুয়ান প্রদিপের করা পরের ওভারেই ফের ধাক্কা ভারতের। এবার সুরেশ রায়না বোল্ড হয়ে ফিরেন মাত্র ১ রান করে। দলীয় এক রানে প্রথম উইকেট হারানোর পর ৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতে।

একাদশ :
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, রিশভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা দল :
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদিপ।