নাগিন ড্যান্স নিয়ে ব্যাঙ্গ করলেন গাভাস্কার

নাগিন ড্যান্স নিয়ে কম জ্বল গলা হয়নি। রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের বাদানুবাদ। খেলার সময় সাকিব আল হাসানের আচরন। বাংলাদেশের ড্রেসিংরুমের ভাংচুর।ভারত ও শ্রীলঙ্কার গণমাধ্যমে স্যোসাল মিডিয়াতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কটূক্তি। আরক কি ?

গতকাল রাতে ফাইনালের সময় বাংলাদেশ যখন বল করছিল সেসময় স্টেডিয়ামে থাকা বড় পর্দায় এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ‘নাগিন স্টাইলের’ মুহূর্তগুলো দেখানো হয়। ম্যাচের ওই সময়টায় টাইগাররা কিছুটা ব্যাকফুটেই ছিল। ঠিক সেসময় কমেন্ট্রিবক্সে থাকা ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারও মেতে ওঠেন নাগিন নাচে। দেখে অনেকটাই বোঝা যাচ্ছিল যে তিনি ব্যাঙ্গ করেই অনুকরণ করেন!

কিন্তু একজন স্বনামধন্য ক্রীকেটারের পক্ষে এমনটা করা শোভা পায়নী তাইতো সোশ্যাল মিডিয়ায় তথা ফেসবুক-টুইটারে তাকে নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বাংলাদেশ দলকে ‘বেত্তমিজ’ বলে দাবি করা হয়। তারা বলেছে, আজ বাংলাদেশকে ‘তমিজ’ শেখাবে টিম ইন্ডিয়া। অন্য একটি টেলিভিশন চ্যানেলে টাইগারদের ‘গুণ্ডা’ বলা হয়।