নিদহাস ট্রফিতে পজিটিভ রেজাল্টের জন্য যে কাজটি করতে হবে টাইগারদের

টি-২০তে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যার নাম বোলিং। এই বিভাগেই বাংলাদেশ দলকে ধরা পড়তে হয় সবচেয়ে বেশি। আর নিদহাস ট্রফিতে ভালো ফল করার জন্য বাংলাদেশ দলকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশ কিছু গূরত্বপূর্ন বিষয়।

প্রতিপক্ষকে অল্প রানে আটকানোঃ
হাই স্কোরিং কিংবা লো স্কোরিং ম্যাচে বোলিং এর উপর নির্ভর করে ম্যাচ জেতা; সব কিছুই যেন এখন ইতিহাস। টি২০ তে আমাদের বিপক্ষে যে কোন দলই এখন খুব সহজে বড় সংগ্রহ করে ফেলে!! টি২০ তে প্রতিপক্ষের উইকেট নিতে যেন ভুলে গেছে টাইগাররা!! শেষ ৪ টি২০ তে প্রতিপক্ষের মাত্র ১৬ টি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ
উল্টো গড়ে ম্যাচপ্রতি প্রায় ২০৫+ রান হয়ে যাচ্ছে।

পাওয়ার প্লে আর ডেথ ওভারেই মূলত টার্নিং পয়েন্টঃ
মাশরাফির টি২০ অবসরের পর পাওয়ার প্লে তে তার অভাব এখন পর্যন্ত কেউ পূরণ করতে পারেনি! প্রথম ৬ ওভারে রান আটকানো কিংবা উইকেট নেয়া দুটোতেই ব্যর্থ বাংলাদেশ!! সেই সাথে সাকিবের অনুপস্থিতি; সব মিলিয়ে টি২০তে বোলিংয়ে খুব বাজে অবস্থায় আছে বাংলাদেশ ।

তবে দলের জন্য একটি ভালো খবর হচ্ছে পারফর্মে করেই আবারো দলে ফিরছেন তাসকিন। উইকেট টেকার বোলার সে! গতির কারণে ফর্মে থাকা তাসকিন থাকা মানেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যার মূল কারণ।