নিদহাস ট্রফির ফাইনাল ম্যাচ হারার পর খেলোয়াড়দের যা বলেছিলেন ওয়ালশ

নিদয়াস ট্রফিতে অনেকটা নাটকীয়ভাবে হারতে হয় বাংলাদেশ দলকে। জিততে জিততে হেরে যায় বাংলাদেশ দল। আর এই ম্যাচ পরেই ভেঙ্গে যায় বাংলাদেশ দলের মনোবল। স্পেশিয়ালিভাবে মানসিকভাবে ভেঙ্গে পড়েন সৌম্য।

আর এই ম্যাচ শেষে খেলোয়াড়দেরকে মানসিকভাবে সাহস যগান ভারপ্রাপ্ত কোচ ওয়ালশ। এই ব্যাপারে ওয়ালশ বলেন ,’বলেছিলাম এটাই যে, তোমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছ। তার পরেও হয়নি কারণ প্রতিপক্ষের এক ক্রিকেটার অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। অনিয়মিত বোলার হলেও শেষ ওভারটা করেছিল সৌম্য। ওর লড়াকু মনোভাবের প্রশংসা করতেই হবে। ছেলেদের বলেছিলাম, এই হারে লজ্জার কোনও ব্যাপার নেই। ওরা সকলেই খুব হতাশ ছিল। কিন্তু হতাশার মধ্যেও লুকিয়ে আছে আশার আলো। সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম।’

ওয়ালশ আরো বলেন ,’‘বাংলাদেশের হেড কোচ হিসেবে এটাই আমার প্রথম টুর্নামেন্ট ছিল । টুর্নামেন্ট না জিতলেও আমরা বিশ্বাসটা নিয়ে ফিরতে পেরেছি, যে কোনও দলকে আমরা হারাতে পারব। সেটা ছেলেদের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে তুলবে।’