নিদাহাসের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত

নিদাহাস ট্রফির সিরিজে বাংলাদেশ দল খেলবে ৮ মার্চ। বাংলাদেশ দল নিজেদের প্র্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের। এরপর ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ মার্চ ভারতের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ। আর ১৬ মার্চ লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগাররা।

আগামীকাল মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির পর্দা উঠছে। সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। টি-টোয়েন্টি ফরম্যাটে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত।

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, জ্যাসপ্রীত বুমরাহদের বিশ্রামে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিদাহাস ট্রফিতে রোহিত শর্মা নেতৃত্বে ভারত বলতে গেলে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে।

দেখে নিন নিদাহাস ট্রফির সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা-ভারত সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কা একাদশ সম্ভাব্য:
কুসল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক, উইকেটরক্ষক), আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, সুরঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা।

ভারত একাদশ সম্ভাব্য:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, লোকেশ রাহুল, মনিশ পান্ডে, রিশাব পান্ত/দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর/দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর, আক্সার প্যাটেল, জয়দেব উনাদকাত।