‘নিদাহাস ট্রফিতে আমাদের সবার অনেক কিছু প্রমাণ করার বাকি আছে’

আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। যার নাম দেয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি।’ তবে সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশ দলের। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে নিদাহাস ট্রফি নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নিদাহাস ট্রফির জন্য দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ম্যাচটা আমরা যদি জিততে পারি, শুরুটা ভালো হলে মোমেন্টাম পাব এবং এই একটা ম্যাচই কনফিডেন্স বুস্ট আপ করবে, বাকি ম্যাচগুলো কিভাবে ভালো করবেন।’

অন্যদিকে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ঘরের মাটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার মাটিতেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবকে মিস করাটা দলের জন্য ক্ষতিকর। ওর মতো অপরিহার্য প্লেয়ার মিস করা আমাদের জন্য কঠিন।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য ভালো করে দেখানোর একটি সুযোগ। টুর্নামেন্ট জেতা প্রথম লক্ষ্য। একই সাথে আমার মনে হয় আমাদেরও অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু প্রমাণ করার বাকি আছে, যে আমরা কতটুকু ভালো দল হতে পারি এই ফরম্যাটে।’