নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের সম্ভাবনা কতটুকু?

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের। ১৮ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এ আসরের। ভারত-শ্রীলঙ্কা ছাড়াও নিদাহাস ট্রফিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

আসন্ন নিদাহাস ট্রফিতে ইনজুরির কারণে খেলতে পারবেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলের দায়িত্বে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলটি কেমন হয়েছে তাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কোচ নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে এখনো বাংলাদেশ প্রতিষ্ঠিত নয়। এটা বেশ চ্যালেঞ্জিং সিরিজ হবে। আর সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের পক্ষে কথা বলছে না।’ কিন্তু তারপরেও আসন্ন সিরিজে বাংলাদেশের ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটারদের ওপর মানসিকভাবে চ্যালেঞ্জ তৈরি করবে বলেই মনে করেন তিনি।