নিদাহাস ট্রফির প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সাব্বির-সৌম্য

নিদাহাস ট্রফি ২০১৮ আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ ভারতের বিপক্ষে। আসন্ন প্রতিযোগিতায় নিজেদের লড়াইগুলোকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে আজ শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে স্থানীয় ক্রিকেট বোর্ডের দলটির বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি পেয়েছে সফরকারীরা।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম, অধিনায়ক রিয়াদ ও ইনিংসের গোড়াপত্তন করতে আসা উইকেটরক্ষক লিটন দাস। তবে এ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেননি সাব্বির রহমান ও সৌম্য সরকার।

কোন রান করতে পারেনি সৌম্য সরকার। সাব্বির আউট হন ১ রান করেই। তবে ঝড়ো ব্যাটিং করেন লিটন দাস। মাত্র ১৮ বলে করেন ৪০ রান। মুশফিক ৪৪ বলে করেন ৬৫ রান। এছাড়া রিয়াদ আউট হন ৪৩ রান করে।