নিদাহাস ট্রফির সেরা একাদশে টাইগারদের দাপট!

ক্রিকেটের দুই ফরম্যাট ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশকে এখন মোটামুটি বড় হিসেবেই গণ্য করা হয়। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান খুব ভালো নয়। আর সেই অবস্থান নিয়েই ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে অংশগ্রহণ করে বাংলাদেশ।

অথচ শ্রীলঙ্কাকে দর্শক বানিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলে টাইগাররা। ভারতের বিপক্ষে ফাইনালে দারুণ লড়েও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। শেষ বলে ছয় মেরে দলকে দারুণ জয় এনে দেয় ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক।

ত্রিদেশীয় সিরিজে হট ফেভারিট ভারত থাকলেও টুর্নামেন্টে কম দাপট দেখায়নি টাইগাররা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। টুর্নামেন্টে তিন দলের খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে। সেখান থেকে এই সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে।

নিদাহাস ট্রফির সেরা একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কুশল পেরেরা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, দীনেশ কার্তিক, থিসারা পেরেরা, ওয়াশিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।