নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের পেস বোলার ব্রায়ান ভিটোরি

আবারো নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের পেস বোলার ব্রায়ান ভিটোরি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই বাহাতি বোলারের বোলিং অ্যাকশন অবৈধ পেয়েছে প্যানেল। গত রোববার নেপালে বিপক্ষে ম্যাচে ২৮ বছর বয়সী পেসারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট করেন।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি নেপালের খেলার রিপোর্ট চেয়েছিল কিন্তু বাছাই পর্বের খেলা টিভিতে না দেখানোর কারনে ভিডিও ফুটেজ দেখানো সম্ভব হয়নি। এর পর আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার খেলার সুযোগ পান ভিটোরি। ওই ম্যাচে তার বোলিং ক্যামেরায় ধারণ করে । সেটি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত দিয়েছে ইভেন্ট প্যানেল। প্যানেলের দুই সদস্য মার্ক কিং ও হেলেন বাইনে আইসিসি প্যানেল অব হিউম্যান মুভমেন্ট স্পেশালিস্টস সদস্য।

উল্ললেখ্য ভিটোরি এর আগে ২০১৬ সালের জানুয়ারি থেকে নিষিদ্ধ ছিলেন একই কারণে। এরপর পরীক্ষা দিয়ে সেই বছর জুনে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেয়েছিলেন।