নিহত বিমান যাত্রীদের লাশ পেতে আর কত দিন অপেক্ষা করতে হবে স্বজনদের

গত সোমবার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের থাকলেও তার আগেই বিমান্টি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে । বিমানটিতে চারজন ক্রু ও ৬৭ যাত্রী ছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২১ জন।
একসাথে বিদেশের মাটিতে এত মানুষ আর আগে কোন দুর্ঘটনায় মারা যায়নি।আগামি কাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে নিহতদের উদ্দেশ্যে।
তবে নিহতে দের লাশ শনাক্ত করতে ৪ থেকে ২১ দিন সময় লেগে যাবে বলে জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। কেন এত সময় লাগবে তার জবাবে তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো লাশ শনাক্তে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে।