নেইমারকে কেনার ইঙ্গিত জিদানের!

রেকর্ড ২২২ মিলিয়নে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছে নেইমার। সেটাও ২০১৭ সালেই। এর মধ্যেই আবার মুন্ডো দেপোর্তিভো খবর দিয়েছে পিএসজিতে যাওয়া ছিল ভুল, সেটা বুজতে পেরে নেইমার পুনরায় বার্সায় ফিরতে চান। কিন্তু মুন্ডো দেপোর্তিভোর এই খবর বাসি হওয়ার আগেই জিদানের বক্তব্য মিলানোর চেষ্টা করছে সবাই।

সবাই জানে রিয়াল মাদ্রিদ নেইমারকে কেনার চেষ্টা করছে। আর সেই চেষ্টার কথা নেইমারও জানে। নেইমার নিজেও রিয়ালের সাথে চুক্তি করে ফেলেছেন বলেই খবর দিয়েছিল অনেক পত্রিকা। এবার জিদানও জানালেন নেইমার প্রীতির কথা।

জিদান বলেন, নেইমার বিশ্বের যেকোন ক্লাবেই ফিট। কারন সে খুবুই ভালো। তবে আমি এমন কাউকে নিয়ে কথা বলবনা যে কিনা আমাদের নয়।

জিদান বলেন, যখন আমাকে রিয়াল মাদ্রিদ ৭২ মিলিয়নে কিনেছিল, আমি ভেবেছিলাম এটা কি করে সম্ভব। তারা কি পাগল! কিন্তু ১০ বছর পর এখন দাম উঠে গেছে ২২২ মিলিয়ন। হয়তো নিকট ভবিস্যতে সেটা ৪০০ মিলিয়নও হয়ে যাবে।

এখানে ৪০০ মিলিয়ন বলতে কি জিদান নেইমারকেই বুঝালো কিনা সেটা সময়ই বলে দিবে। তবে নেইমারের জন্য রিয়াল মাদ্রিদ ৪০০ মিলিয়নও দিতে রাজি সেটাও প্রচার হয়েছিল সংবাদ মাধ্যম গুলোতে।