নেইমারের অনুপস্থিতিতে যাকে নিয়ে ভয় জিদানের!

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে টানা দুবারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হয়েছে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজিকে)। আর সেই ম্যাচে রিয়ালের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লিগে আবারো মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-পিএসজি।

আজ মঙ্গলবার(৬ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে পৌনে দুইটায় মাঠে নামবে এই দুই দল। আর সেই ম্যাচের উপর নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগে ক্লাব দুটির ভাগ্য। তবে ইনজুরির কারণে পিএসজির তারকা নেইমারকে পাচ্ছে না দলটি। তবে আজকের ম্যাচটিতে ব্রাজিলিয়ান তারকা না থাকলেও আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে সতর্ক রিয়াল কোচ জিনেদিন জিদান।

এ প্রসঙ্গে জিদান বলেন, ‘(নেইমারের অনুপস্থিতি) কোনো কিছু বদলে দেয়নি। তবে এটা সব কিছু বদলে দিতো, কারণ সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। এটা কিছু বদলাবে না, কারণ তাদের দলে আরেকজন খেলোয়াড় আছে, যে কিনা বাড়তি প্রেরণা নিয়ে খেলবে। (অ্যাঞ্জেল ডি মারিয়া) যে কোনো পজিশনে খেলতে পারে, সে দারুণভাবে নড়াচড়া করে, খুব দ্রুত শট নেয়। সে আমাদের খেলাটা নিয়ে নিতে চাইবে।’

এছাড়াও আজকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে দারুণ একটি ফুটবল ম্যাচ খেলতে এসেছি। আমরা সবাই প্রস্তুত। নিজেদের পক্ষের স্কোরকার্ড নিয়ে শুরু কোনো বিষয় নয়। আমাদের অবশ্যই অপ্রত্যাশিত কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, ৯০ মিনিট কিংবা তার বেশি সময় ধরে ভালো খেলতে হবে। আমরা অবশ্য চাপ নিতে অভ্যস্ত।’