নেইমারের অপারেশনের পর যা বলল ডাক্তার

নেইমারের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি। নেইমারের অপারেশনের পর তার ক্লাব পিএসজি বিষয়টি নিশ্চিত করেছে।

১ ঘন্টার কিছু বেশি সময় নিয়ে ব্রাজিল ফুটবল টিমের চিকিৎসক রদ্রিগো লাসমার এর নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম নেইমারের অপারেশন সম্পন্ন করেন।

অপারেশন শেষে লাসমার জানিয়েছেন, প্রত্যাশার চেয়েও ভালোভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। নেইমার বিশ্বকাপের আগেই সম্পূর্ন ফিট হয়েই ফিরবে।

এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনও নেইমারের অপারেশনের বিষয়টি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে বলেন, অপারেশনের পর নেইমার এরই মধ্যে তার রুমে চলে এসেছে। সব কিছুই ভালভাবেই হয়েছে।

এর আগে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্শেই এর বিপক্ষে পায়ের ইনজুড়িতে পড়েন নেইমার। ধারনা করা হচ্ছে, কমপক্ষে ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।