নেইমারের অস্ত্রোপচার সেরে উঠতে ২ থেকে ৩ মাস

অস্ত্রোপচার না করে আর উপাই নেই নেইমারের। তবে অস্ত্রোপচার কোথায় হবে, প্যারিস সেন্ত জার্মেইর মনোনীত কোনো জায়গায় নাকি ব্রাজিলের জাতীয় দলের জন্য মনোনীত সার্জন করবেন, এই ১ঘন্টা টানাটানি হয়ে গেছে ক্লাব ও ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের মধ্যে। ব্রাজিলের সাও পাওলোর একটি পত্রিকা জানিয়েছিল, নেইমারের চুক্তির ধারাতেই আছে চোটের ব্যাপারে ক্লাবের নির্দেশ মানার। তবে ২০১৮ বিশ্বকাপ শুরুর এত কাছে এসে, ব্রাজিলের শিরোপা জয়ের চাবিকাঠিকে তো আর অন্যের ভরসায় ছেড়ে দেওয়া যায় না! আর সে জন্যই বুধবার প্যারিস থেকে ব্রাজিলে উড়ে গেছেন নেইমার। সেখানে ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদরিগো লাসমারের তত্ত্বাবধানে বেলো হরিজোন্তের মাতের দেই হাসপাতালে শনিবার তাঁর অস্ত্রোপচার মিমি. হবে ।

প্যারিস থেকে রিও ডি জেনেইরোতে একই ফ্লাইটে গেছেন লাসমার, তিনি বলেন, ‘ঠিকঠাক মতো সেরে উঠতে দুই-আড়াই মাস থেকে তিন মাস পর্যন্ত লেগে যাবে পারে ।’ যদিও নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র জানিয়েছিলেন অনুপস্থিতির মেয়াদটা ছয় সপ্তাহের। এই চোট নেইমারকে ইউরোপিয়ান ফুটবলের বাকি মৌসুমের জন্য দর্শক বানিয়ে দিতে পারে। তবে আশা করা হচ্ছে, জুনে রাশিয়া বিশ্বকাপের আগেই সেরে উঠবেন এবং ছন্দে ফিরবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।