নেইমারের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত পিএসজি

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর পিএসজিতে নেইমারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেছে। পিএসজি কর্তারা নেইমারকে ধরে রাখতে চাইলেও সেটা হয়তো আর হচ্ছে না। তার মধ্যে লিগ ওয়ানে খেলার ধরন ও বিভিন্ন ঝামেলায় নেইমার এখন যেন ফ্রান্স ছাড়তে পারলেই বাঁচে।

তার মধ্যেই বার্তা সংস্থা এবিসি প্রতিবেদনে জানিয়েছে, নেইমার তার বাবাকে বলে দিয়েছে সুস্থ হওয়ার পর পিএসজির জার্সি গায়ে দেয়ার কোন ইচ্ছা নেই তার। যতদ্রুত সম্ভব রিয়াল মাদ্রিদের সাথে কথা বলে সবকিছু ঠিক করার জন্যই তাগাদা দিয়েছেন নেইমার।

রিপোর্টে বলা হয়, পিএসজি স্পোর্টিং ডিরেক্টর হেনরিকের সাথে নেইমারের বাবার গুরুত্বপূর্ন বৈঠক হয়েছে। এরপর নেইমারের ভবিষ্যত নিয়ে হেনরিককে প্রশ্ন করা হলে তিনি কোন আশার কথা শোনাতে পারেননি।

পিএসজির এই কর্তা বলেন, আমি গ্যারান্টি দিতে পারছিনা নেইমার থাকবেই।