‘নেইমার আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে’

ফরাসি লিগ ওয়ানে কিছুদিন আগে মার্সেইয়ের বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ায় গত শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে তার সফল অস্ত্রোপচার হয়েছে। আর এই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রায় তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এবছর জুনেই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপ আসরের। এ আসরে ফেভারিট দল ব্রাজিল। ১৫ জুন এ আসরের পর্দা উঠলেও ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমোরের ব্রাজিল। এছাড়াও এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কোস্টা রিকা ও সার্বিয়া।

তবে নেইমার আরো শক্তিশালী হয়েই ফিরবে বলে জানিয়েছেন নেইমারের জাতীয় দলের সতীর্থ মার্সেলো। তিনি বলেন, ‘গোটা ব্রাজিলের মানুষ ও পুরো বিশ্ব দ্রুত তার দ্রুত সেরে ওঠার আশা করছে।’ তিনি আরো বলেন, ‘নেইমার সেরে ওঠার সময় পাচ্ছে। আশা করি সে বিশ্বকাপ খেলবে। আমি নিশ্চিত, সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে।’