নেইমার ছাড়া মেসিই এখন বার্সার সব: ফিলিপ লুইস

স্পানিশ লা লিগায় গুরুত্বপূর্ন ম্যাচে বার্সালোনার মুখোমুখি হতে যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে যে জিতবে তারই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে। বার্সালোনা জয় পেলে শিরোপার খুব কাছে চলে আসবে। অন্যদিকে অ্যাতলেটিকো জিতলে শিরোপা উন্মোক্ত হয়ে যাবে দুই দলের জন্য। এমন মুহুর্তে অ্যাতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপ লুইসের কাছে প্রশ্ন করা হয়েছিল নেইমার বিহীন বার্সালোনাকে কিভাবে দেখছে তারা?

জবাবে অ্যাতলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার বলেন, সে (নেইমার) একজন অসাধারন খেলোয়ার। সে ইতিহাস তৈরি করেছে। সে চ্যাম্পিয়ন। মানুস তার খেলা দেখার জন্যই মাঠে আসে। কিন্তু তাকে ছাড়া বার্সালোনা এখন পুরোপুরি মেসি নির্ভর হয়ে পড়েছে। সেই এখন পার্থক্য তৈরি করে দেয়। মেসিকে ছাড়া বার্সা অনেকটাই অসহায়। তাই প্রতিপক্ষ মেসিকে আটকাতে দুইজন খেলোয়ার নির্ধারন করে দেয়।

তবে লিগ শিরোপা এখনো বার্সার উপরই নির্ভর করছে বলে মনে করেন ফিলিপ লুইস। তিনি বলেন, বার্সালোনা এখনো অনেক পয়েন্ট এগিয়ে আছে যা তাদের এগিয়ে রাখবে। এমনকি অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পরও তারাই এগিয়ে থাকবে।