নেতৃত্ব হারানোর পরপরই বড় দুঃসংবাদ পেল স্টিভেন স্মিথ!

বল বিকৃতি (বল টেম্পারিং) হল বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি জঘন্য ঘটনা। বলে অতিরিক্ত সুইং ও টার্ন পাওয়ার জন্য মাঠে ম্যাচ চলাকালীন বলের কোনো অংশে চুইংগাম বা অন্য যেকোন শক্ত জিনিস দিয়ে ঘষে বলের স্বাভাবিক উপরিভাগকে অমশ্রিন করে দেওয়ার নামই হল বিকৃতি (বল টেম্পারিং)।

এবার এই জঘন্য কাজে ফেঁসে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কাণ্ড করে বসেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার ক্যামেরন ব্যানক্রফট। তবে ব্যানক্রফট যে এমন কিছু করবে সেটা জানতেন অজি অধিনায়ক। আর তাইতো দিনশেষে এর দায় স্বীকার করেন তিনিও।

যার শাস্তি হিসেবে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে এবং তার সহকারী ডেভিড ওয়ার্নারকেও। এবার সেই ঘটনার জেরে আইপিএলের দল রাজস্থানও নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে স্টিভেন স্মিথকে। দুই বছর পর আইপিএলে ফিরেছে রাজস্থান রয়্যালস। আর আইপিএলে ফিরেই অধিনায়কের দায়িত্ব স্মিথের উপর পড়ার কথা থাকলেও বল বিতর্কে অধিনায়কের দায়িত্ব হারালেন তিনি।