‘ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকোর বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বার্সা’

আগামী রবিবার ঘরের মাঠে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। কিন্তু এই সময়ের আগে বিরাট ধাক্কা খেল বার্সেলোনা। পয়েন্টে তলানিতে থাকা থাকা লাস পালমাসের সঙ্গে ড্র করে দুটি পয়েন্ট হারালো তারা। কিন্তু তারপরেও ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত বার্সা।

মিডফিল্ডার সার্জিও বুশকেৎস বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি সময়ে আমরা দুটি পয়েন্ট হারালাম। কিন্তু জানতাম, তারা নিচের দিকের দল হলেও তাদের মাঠে খেলা কঠিন হবে। রবিবার অ্যাতলেতিকোর বিপক্ষে লড়াই হবে আরও কঠিন।’ তিনি আরও বলেন, ‘লা লিগায় আমরা এগিয়ে আছি। এই সপ্তাহের ম্যাচে আমরা জিতে সেই পথটা সুগম রাখতে চেষ্টা করব।’

অন্যদিকে লাস পালমাসের বিপক্ষে ৪৮তম মিনিটের বিতর্কিত পেনাল্টি গোলে হতাশ আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি বলেন, ‘পেনাল্টি হতে দেখিনি আমি। কিন্তু রেফারি দেখলো হ্যান্ডবল হয়েছে। এটা ছিল বিতর্কিত পরিস্থিতি, কিন্তু বক্সের বাইরে গোলরক্ষকের (লাস পালমাস) হ্যান্ডবল ছিল একেবারে স্পষ্ট। কিন্তু আমরা ফল পাল্টাতে পারব না। তিক্ত অভিজ্ঞতা হলো এটা, কারণ আমরা দুই পয়েন্ট হারালাম। শেষদিকে পাস সম্পূর্ণ হয়নি এবং এগিয়ে যাওয়ার পর লিডটা বাড়িয়ে নিতে পারিনি।’