পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন কোর্টনি ব্রাউন!

আগামী ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আর গতকাল শুক্রবার পাকিস্তান সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ সেই স্কোয়াডে নেই জেসন হোল্ডার ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা।

যেখানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তান রয়েছে দারুণ ফর্মে সেখানে অনভিজ্ঞ ক্যারিবিয়রা। বলা যায় ফেভারিট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অনভিজ্ঞ ক্যারিবিয়রা। তবে তরুণদের নিয়ে গড়া এ দলকে নিয়ে বেশ আশাবাদী ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন।

আসন্ন এই সিরিজের জন্য ওয়েস্ট দল নিয়ে তিনি বলেন, ‘এই সিরিজ নতুনদের জন্য দলে নিয়মিত জায়গা করে নেয়ার এক সুযোগ। এছাড়া ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও হবে তাদের। আমরা আশা করছি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’