পিএসএলের ফাইনালে খেলতে পারবেন তো তামিম?

পাকিস্তান সুপার লিগে গত ২০ মার্চ পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা গ্লাডিয়েটর্স। আর সেই কোয়ালিফায়ার ম্যাচে ১ রানে জয় পায় তামিমের পেশোয়ার। কোয়েটার বিপক্ষে দারুণ জয়ের দিনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

আর তাই তার চিকিৎসার জন্য দ্রুত পাকিস্তান থেকে থাইল্যান্ডের ব্যাংককেও পাঠায় ফ্র্যাঞ্চাইজিটি। এ প্রসঙ্গে পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন নিউজ জানিয়েছে, ফাইনালের লক্ষে দলের অন্যতম সেরা এই ওপেনারকে পুরোপুরি ফিট করতে চাইছে পেশোয়ার।

অন্যদিকে তামিমের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, ইসলামাবাদের বিপক্ষে পিএসএলের ফাইনালে দেশসেরা এই ওপেনারকে দেখা নাও যেতে পারে। পিএসএলের তৃতীয় আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন তামিম। ছয় ম্যাচে ব্যাট হাতে ৩২ গড়ে ১৬১ রান তুলেছেন তামিম ইকবাল।