পিএসএলে তামিম-মাহমুদউল্লাহর পারফরম্যান্স!

গত ২২ ফেব্রুয়ারি পর্দা উঠে পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের। আগামী ২৫ মার্চ ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এ আসরের। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন মোট চারজন। তবে ইনজুরির কারণে সাকিবের পরিবর্তে অংশ নেন হার্ডহিটার সাব্বির রহমান।

তবে মোস্তাফিজ-সাব্বিরের তুলনায় এবারের পিএসএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পেশোয়ার জালমিতে খেলে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং কোয়াটায় খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টুর্নামেন্টে আরো বেশি ম্যাচ খেলতে পারতেন তারা যদি না মাঝপথে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি না থাকতো।

পিএসএলের তৃতীয় আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন তামিম। ছয় ম্যাচে ব্যাট হাতে ৩২ গড়ে ১৬১ রান তুলেছেন তামিম ইকবাল। তবে রানের সংখ্যাটা বাড়তে পারতো তামিমের। কিন্তু ইনজুরির কারণে সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। অন্যদিকে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৪ রান তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ।