পিএসএল ফাইনালের আগে তামিমের জন্য বড় দুঃসংবাদ!

নিদাহাস ট্রফি শেষ করে সেখান থেকেই সরাসরি পাকিস্তানের লাহোরে চলে যান টাইগার ওপেনার তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগে গত ২০ মার্চ পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা গ্লাডিয়েটর্স। আর সেই কোয়ালিফায়ার ম্যাচে ১ রানে জয় পায় তামিমের পেশোয়ার। কোয়েটার বিপক্ষে দারুণ জয়ের দিনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

আর তাই তার চিকিৎসার জন্য দ্রুত পাকিস্তান থেকে থাইল্যান্ডের ব্যাংককেও পাঠায় ফ্র্যাঞ্চাইজিটি। আর সেখানে তার রিপোর্ট দেখার পর তাকে ১০ দিনের জন্য বিশ্রাম দিয়েছেন ফিজিও চন্দ্রমোহন। আর তাই খুব শীঘ্রই দেশে ফিরবেন তামিম। দেশে ফিরে বিশ্রামে থাকবেন এবং এরপর পূর্নবাসন প্রক্রিয়া শেষে আবারো মাঠে ফিরবেন তিনি।

পিএসএলের তৃতীয় আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন তামিম। ছয় ম্যাচে ব্যাট হাতে ৩২ গড়ে ১৬১ রান তুলেছেন তামিম ইকবাল। আগামীকাল ২৫ মার্চ করাচিতে ফাইনালে ইসলামাবাদের মুখোমুখি হবে পেশোয়ার জালমি।