রিয়ালের জয়ের দিনে লজ্জার রেকর্ড রামোসের

ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন চ্যাম্পিয়নস লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড। রোনালদোর রেকর্ডের দিনে রেকর্ড করেছে আরেক রিয়াল তারকা সার্জিও রামোস। তবে তার রেকর্ডটি একটু ব্যতিক্রম। রোনালদো হয়তো চাইবে তার রেকর্ডের সংখ্যাটি আরেকটু বাড়িয়ে নিতে। কিন্তু রামোস নিশ্চিত ভাবেই চায়নি এমন রেকর্ড তার নামে হউক।

গতরাতে পিএসজির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন সার্জিও রামোস। আর তাতেই একটি রেকর্ড ভেঙে ফেলেন তিনি। গড়েন ক্যারিয়ারে সর্বোচ্চ হলুদ কার্ড প্রাপ্তির রেকর্ড।

সার্জিও রামোসের এখন হলুদ কার্ড প্রাপ্তির সংখ্যা ৩৩টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হলুদ কার্ড প্রাপ্তির রেকর্ড এখন তার দখলেই। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন সাবেক ম্যানইউ তারকা পল স্কোলসকে।

মজার বিষয় হল, রোনালদোও সাবেক ম্যানইউ তারকার রেকর্ডে ভাগ বসিয়েছে, রামোসও সাবেক ম্যানইউ তারকার রেকর্ড ভেঙেছে।