‘পুরো বাংলাদেশ দলকেই নিষিদ্ধ করা উচিত’

শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। আর সেই ম্যাচে ঘটে গেল অনেক নাটক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারের ‘নো’ বল বিতর্কে জড়ায় দুই দল। আর তাতে নাম লেখান বাংলাদেশ দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা নুরুল হাসান সোহান। যিনি কিনা রিজার্ভ খেলোয়াড় হিসেবে পুরো নিদাহাস ট্রফি শেষ করে। সেই ম্যাচের শেষ ওভারে থিসারা পেরেরাকে শাসিয়েছিলেন তিনি।

আর এর শাস্তি হিসেবে টাইগার অধিনায়ক সাকিব ও সোহানকে ম্যাচ ফির ২৫ ভাগ জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের নামের পাশে যোগ হয় ১ ডিমেরিট পয়েন্ট। তবে একে যথেষ্ট মনে করছেন না ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং বরং পুরো বাংলাদেশ দলকেই নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।

তিনি বলেন, ‘এটা স্বাধীনতা কাপ। ভুলে গেলে চলবে না। অধিনায়কে অবশ্যই উচিত ছিল নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করা।’ আরো বলেন, ‘যদিও আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, তবু আমি এই ঘটনার কথা বলছি। এটা এমন একটা, যেটার দিকে তাকালে আপনি লজ্জাবোধ করবেন। যা ঘটেছে, তা ক্রিকেটের জন্য দুঃখের। বাংলাদেশ ক্রিকেট দল সম্ভবত অনেকগুলো সমর্থক হারালো।’

এছাড়া টাইগাররা ড্রেসিংরুমের কাচ ভেঙেছে সেটা উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই তারা যেটা করেছে, সেটা করা উচিত হয়নি। তারা কিছু ভেঙে ফেলতে পারে না। আম্পায়ারিংয়ে কিছু ভুল ছিল, তবে ম্যাচে এমন হতেই পারে। আপনি খেলোয়াড়দের বেরিয়ে যেতে বলতে পারেন না। তারপর আবার উদযাপন করতে গিয়ে জানালার কাচও ভেঙে দিলেন।’

এছাড়াও সাকিব-নুরুলের শাস্তি কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যা ঘটেছে, ক্রিস ব্রডের (ম্যাচ রেফারি) অবশ্যই সিরিয়াস নোট নেয়া দরকার ছিল। আমি বিস্মিত যে তাদের ম্যাচ ফির মাত্র ২৫ ভাগ জরিমানা করা হয়েছে। আমার মনে হয়, তাদের কয়েক ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল। পুরো দলকেই নিষিদ্ধ করা উচিত।’