পুলিশি হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু

কারা হেফাজত থেকে হাসপাতালে নেয়ার পথে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন মারা গেছেন। সোমবার সকাল পৌনে নয়টার দিকে জাকিরকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেন তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেন।

গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানা পুলিশ জাকির হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে রবিবার মিলনকে অসুস্থাবস্থায় আদালতে নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার কারাগারে অসুস্থবোধ করলে মিলনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মিলনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।