প্রথম ম্যাচেই চমক দেখালো সাবিনা-কৃষ্ণা

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী তাদের খলার চমক দেখালো ভারতীয় ফুটবল লিগেও।
দুই দুইবার ভিসার আবেদন করে যখন তাদের ভারতে যাওয়া প্রায় অনিশ্চত হয়ে পড়ে তখন তারা দেখে করেন ভারতীয় কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে। তার পরেই মেলে তাদের ভিসা। যদিও তাদের ভিসা পাবার কথা ছিল ১৪ মার্চ। আর প্রথম ম্যাচ খেলার কথা ছিল ২৫ মার্চ।

ভারতে গিয়ে প্রথম ম্যাচে সাবিনার নামার সুযোগ হলেও কৃষ্ণার হয়নি।যদিও সাবিনা বদলী খেলোয়ার হিসাবে মাঠে নামে। আজ খেলেছেন দুজন ই। সিউযোগ পেয়ে কাজে লাগেতে ভুলেন নি সাবিনা কৃষ্ণা। তবে এবার ই প্রথন কোন বিদেশি লিগে খেলতে গেছে বাংলাদেশি এই খেলোয়ারেরা।

আজ বৃহস্পতিবার গোকুলাম কেরালা এফসির বিপক্ষে তার দল সিথু এফসির ২-০ গোলে সাবিনার গোল একটি। এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ।
উল্লেখ্য,সাবিনা এর আগে মালদ্বীপে খেলতে গিয়ে বইয়ে দিয়েছিলেন গোলের বন্যা। এরপরই তামিলনাড়ু লিগে সিথু এফসি তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল। প্রথম ম্যাচেই সাবিনা তার প্রতিদান দিলেন। সাবিনা কেবল নিজেই গোল করেননি, দলের অন্য গোলেও সহায়তা করেছেন। ১৭ মিনিটে তার গোলে এগিয়ে যায় সিথু। পরে মনীষার গোলে ২-০ ব্যাবধানে জয় পায় সেথু।