ফাইনালের লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারত!

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় লাভ করে বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

নিদাহাস ট্রফিতে এর আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচের দুটোতেই হেরেছে বাংলাদেশ। আর তাই আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করতে চায় ফেভারিট ভারত। আজকের ম্যাচ নিয়ে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক বলেন, ‘ভারত ক্রিকেট-পাগল এক দেশ। তারা শুধু জয় দেখতে চায়। আমরা প্রথম সারির দল না দ্বিতীয় সারির দল নিয়ে খেলছি তাতে সমর্থকদের কিছু যায় আসে না। আমরা যদি বাংলাদেশের বিপক্ষে জিতি তবে সবাই বলবে, এটা জেতারই ম্যাচ। আর যদি হারি তবে বলবে, ওহো বাংলাদেশের বিপক্ষে হারলে তোমরা!’

সাকিব, রিয়াদ, মুশফিক, তামিমদের আটকাতেই আজ পেসার সিরাজের পরিবর্তে আইপিএলের সবচেয়ে দামি তারকা জয়দেব উনাদকাটকে দলে ফেরাবে ভারত। অন্যদিকে স্পিন বিভাগে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল। এছাড়াও অফ ফর্মে থাকা লোকেশ রাহুলকে আরো একবার সুযোগ দিতে পারে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।