ফাইনালে উঠতে হলে যে কাজটি করতে হবে বাংলাদেশের!

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামীকাল ১৪ মার্চ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আবারো ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।

তবে যদি হেরে যায় তাহলেও ফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। কারণ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেই ম্যাচে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ যদি ভারতের সাথে জিতে তাহলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে হারলেও রানরেটের ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারা ফাইনালে খেলবে।

তবে লঙ্কানদের তাকিয়ে থাকতে হবে ভারত-বাংলাদেশের ম্যাচের দিকে। কারণ আগামীকাল যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। আর আগামী ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। এমনটি হলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে আগামীকাল বাংলাদেশ জিতে গেলে এবং যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে তিন দলের সমান চার পয়েন্ট হবে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দল ফাইনালে খেলবে। আর যদি বাংলাদেশ দুই ম্যাচেই হেরে যায় তাহলে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা ও ভারত।