ফুটবল আকাশে আরেকটি দু:সংবাদ

মাত্র ৩১ বছর বয়সে মারা গেছেন ইতালির জাতীয় দলের ডিফেন্ডার ও সিরিএ ক্লাব ফিওরেন্তিনার অধিনায়ক ডেভিড অ্যাস্টোরি। আজ হোটেলে তার মৃতদেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

আজ ফিওরেন্তিনার সাথে উদিনেসের খেলা ছিল। কিন্তু ফিওরেন্তিনার এই তারকার আকস্মিক মৃত্যুতে ম্যাচটি বাতিল করা হয়েছে।

২০১১ সালে ইতালির জাতীয় দলে অভিষেক হয় তার। সেই ম্যাচে ইতালির প্রতিপক্ষ ছিল ইউক্রেন। এরপর সব মিলিয়ে আরো ১২টি ম্যাচে ইতালির হয়ে খেলেন এই তারকা।

এই ইতালিয়ান ডিফেন্ডার কোন গোল স্কোরিং ডিফেন্ডার ছিল না। তবে সব সময় দারুন সুযোগ তৈরি করত বিশেষ করে দল যখন আক্রমনে থাকত। ২৮৯ টি সিরিএ ম্যাচে ৭টি গোল করেছেন তিনি। এর মধ্যে তিনটি কাগলিয়ারি, একটি রোমা এবং তিনটি ফিওরেন্তিনার হয়ে। এর মধ্যে সর্বশেষ গোলটি এসেছিল গত ২৫ ফেব্রুয়ারীতে।