ফেসবুক চালাতে নিষেধ করায়..

সামনে মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। উদ্বিগ্ন বাবা তাই মেয়েকে এ ক’দিন ফেসবুক করতে নিষেধ করেছিলেন। তাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাবার সামান্য এই নিষেধাজ্ঞাতেই অভিমানী মেয়ে আত্মহত্যা করল। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে।

শ্যামপুরের কল্যাণী বটতলা এলাকার বাসিন্দা ঋত্তিকা বেরা স্থানীয় নারিকেলবার দ্বারিকানাথ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, স্কুলের মেধাবী ছাত্রী ঋত্তিকা বেরা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার মেয়েকে ফেসবুক করতে দেখে নিষেধ করেন তার বাবা, পেশায় ব্যবসায়ী রমাপদ বেরা। পরীক্ষার আগে ফেসবুক না করে পড়াশোনায় মনযোগ দিতে বলে পরিবারের লোকজন।

এতেই অভিমান হয় ছাত্রীর। শুক্রবার রাতে খাবার খাবে না বলে বাড়ির তিনতলায় নিজের ঘরে চলে যায় ঋত্তিকা। রাত দশটা নাগাদ মেয়েকে ডাকতে গিয়ে দেখেন, মেয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।